চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সাংবাদিককে তার অনুসন্ধানী প্রতিবেদনের জন্য হুমকি দেওয়া হয়েছে। সাংবাদিক নেজাম উদ্দীনকে মোবাইল ফোন এবং বেনামী ফেসবুক আইডি থেকে বারবার ভয়ভীতি দেখানো হচ্ছে।
দৈনিক আলোকিত সকাল এবং আশ্রয় প্রতিদিন পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার নেজাম উদ্দীন জানান, গত ২১শে আগস্ট তিনি দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনগুলোর শিরোনাম ছিল “চট্টগ্রামে বিতর্কিত যুবক বিজেপির নেতা হওয়ার রহস্য” এবং “হাছান মাহমুদের ভ্যানগার্ড ইকরাম এখন বিজেপির চট্টগ্রাম জেলা নেতা”। প্রতিবেদন প্রকাশের পর একটি অডিও ভাইরাল হলে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো শুরু করে।
এরই ধারাবাহিকতায়, একটি মোবাইল নাম্বার (01786179747)থেকে তাকে হুমকি দিয়ে বলা হয়, “আমার নেতার নামে যে নিউজ করছিলি, ৪৮ ঘণ্টার মধ্যে ডিলেট করে ক্ষমা চাইবি। না হলে তুই যে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সময় ছাত্রলীগের প্রোগ্রামে ছবি তুলছিলি তা দিয়ে বারোটা বাজিয়ে দেবো। গুম করাও সময়ের ব্যাপার।”
এছাড়াও, কিছু ভুয়া ফেসবুক আইডি থেকে নেজাম উদ্দীনের নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সময় তোলা একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেবেন এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। এই ঘটনাকে সাংবাদিক মহল গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতার চিত্র বলে আখ্যা দিয়েছে।