
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে “বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩-০৮-২০২৫ জয়পুরহাট শহরের সুগার মিল এর প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ আবু তাহের।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ফজলুর রহমান সাঈদ,এছাড়া বক্তব্য রাখেন সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা মোঃ হাসিবুল আলম লিটন, এপিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ,আসলাম হোসেন,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক জয়পুরহাট জেলা শাখা সেক্রেটারি আনোয়ার হোসেন , সদর থানা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন, বর্তমান যুগে বিজ্ঞানের চর্চা তরুণ প্রজন্মকে দক্ষ ও নৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে পারে। দেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা অর্জনও জরুরি।
পরবর্তীতে বিজয়ী ক ও খ শাখার মোট ৫০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ক ও খ প্রথম চাম্পিয়ানকে ১০,০০০/= (দশ)হাজার টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করেন, ক ও খ দ্বিতীয় স্থান অর্জন কারীদের ৬,০০০ (ছয় হাজার)টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করেন ও তৃতীয় স্থান কারীদের ৪,০০০(চারহাজার) টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এছাড়া ক ও খ শাখা ৪র্থ –১০ম স্থান অর্জনকারীদের মাঝে ১৪,০০০ (চৌদ্দ)হাজার টাকা,ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।১১ তম থেকে ২৫ তম স্থান অর্জনকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৫ জুলাই (শুক্রবার) সাইন্স অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয় সেখানে প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।