নাঙ্গলকোটে বিএনপির অন্ত-কোন্দলে বিব্রত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কুমিল্লার -১০ আসন, নাঙ্গলকোট উপজেলা বিএনপির অন্ত কোন্দলে বিব্রত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সরেজমিনে গিয়ে দেখা যায় জাতীয়তাবাদী দল বিএনপির নমিনেশন পাওয়ার দৌড়ে কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সহ বেশ কয়েকজনের দৌড়ঝাঁপ শুরু।
উল্লেখ্য আছে, নমিনেশন কনফার্ম করার দৌড়ে নিজেদের অবস্থান জানান দিতে গিয়ে ইতোমধ্যেই বেশ কয়েকবার নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগও আছে। বেশ কয়েকমাস পূর্বে নাঙ্গলকোট উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সেলিম ভূঁইয়া নামে এক নেতা খু/ন হয়। এতে সহিংসতা আরো চরমে পৌঁছার আশংকা করছে স্থানীয় সাধারণ মানুষ।
এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আরাফাতকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কুমিল্লা -১০ আসনের মনোনয়ন দেয়া হয়েছে। তিনি এলাকায় বেশ জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছে।
নমিনেশন পাওয়ার আগে থেকেই তিনি এলাকায় জনকল্যাণমুখী বহু কাজ করে বেশ সাড়া ফেলেছেন। তিনি আশাবাদী, এই জনপদের মানুষ সত্যও ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যকে বিজয়ী করবেন বলে তিনি মনে করেন।