ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪
আজ ২২/০৮/২০২৫ ইং, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪/৫ টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।