প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ২:৫৩ এ.এম
মুন্সীগঞ্জে চুরি করে পালানোর সময় খালে ঝাঁপ দিয়ে চোর নিখোঁজ।


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় একটি দোকান থেকে সোনা চুরি করে পালানোর সময় এক যুবক খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে কচুরিপনা বোঝায় খালে ঝাঁপ দিলে এই ঘটনা ঘটে। রাত পৌনে আটটা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য এক ঘণ্টা ধরে চেষ্টা চালান। এ দৃশ্য দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। তবে নিখোঁজ যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
Copyright © 2025 জনমত নিউজ২৪. All rights reserved.