শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শনিবার (স্থানীয় সময়) কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিনই তিনি সরকারি তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তার স্বাস্থ্য বিষয়ক জটিলতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সংবাদ সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, ৭৬ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে গুরুতর পানিশূন্যতার কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
রণিল বিক্রমাসিংহেকে গত শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) গ্রেফতার করা হয়। অভিযোগ ওঠে, তিনি তার মেয়াদকালে সরকারি অর্থ অপব্যবহার করে একটি ব্যক্তিগত বিদেশ সফর সম্পন্ন করেছেন।
জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি তার স্ত্রীর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে গিয়েছিলেন, যার খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে মেটানো হয়েছিল। এই সফরের জন্য ১৬.৬ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি (প্রায় $৫৫,০০০) ব্যয় হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
কলম্বোর একটি আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে কারাগারের হাসপাতালে এবং পরে ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (UNP) এবং তার সমর্থকরা এই গ্রেফতারের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তারা দাবি করেন, বর্তমান সরকার বিক্রমাসিংহের রাজনৈতিক প্রভাবকে ভয় পেয়ে এই পদক্ষেপ নিয়েছে। তবে, নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কের সরকার দুর্নীতির বিরুদ্ধে একটি কঠোর অভিযান শুরু করেছে, যার অংশ হিসেবে এই গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।