
২০ আগস্ট (বুধবার) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াযযম হোসাইন হেলাল হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান। এ সময় তাঁদের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন এবং তাঁর আশু আরোগ্যের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফ করেন।